০৪/১১/২০২২ ইং তারিখ, রোজ-শুক্রবার জরুরী আলোচনা সভার তারিখ নির্ধারিত


০৪/১১/২০২২ ইং তারিখ, রোজ- শুক্রবার জরুরী আলোচনা সভার তারিখ নির্ধারিত


তারিখঃ ০৪/১১/২০২২ ইং

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্,
এতদ্বারা স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামি ১৬/০৯/২০২২ ইং তারিখ শুক্রবার, বাদ জুমা, দারুল ইকরা মাদরাসার অফিস কক্ষে সমিতির মাসিক আলোচনা সভার দিন ধার্য্য করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সকল সদস্যদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।

আলোচ্য বিষয়সমুহঃ
১। সদস্যদের অনাদায়ী বকেয়া সঞ্চয় সংগ্রহ ও হালনাগাদ।
২। ঋণ গ্রহীতাদের অনাদায়ী কিস্তি আদায়, সঞ্চয় হালনাগাদ ও জামিনদারদের দায়িত্ব।
৩। সমিতির প্রতিষ্ঠাকালীন সময় থেকে আগষ্ট-২০২২ পর্যন্ত সকল আয়-ব্যয় এর হিসাব, ব্যালেন্স শীট পর্যালোচনা, জমা-খরচ সমন্বয় ও হিসাব যাচাই।
৪। সমিতির ব্যাংক হিসাব পর্যালোচনা ও যাচাই।
৫। সদস্যদের সঞ্চিত আমানতের টাকার যথাযথ ব্যবহার ও বিনিয়োগের খাত সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা।
৬। নতুন সদস্য অন্তর্ভূক্তি ও পুরাতন সদস্যদের সম্পর্কে রিপোর্ট। বাদ পড়া বা স্বেচ্ছায় চলে যাওয়া সদস্যদের পূর্ণাঙ্গ রেকর্ড ফাইলভুক্ত করা।
৭। সমিতির নামে হোয়াটসএপ/ইমু গ্রুপ তৈরী করে সকল সদস্যদের এড করা ও নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।
৮। সমিতির নিজ নামে সমবায় মন্ত্রণালয় থেকে রেজিষ্ট্রেশন নেয়া সম্পর্কে প্রারম্ভিক আলোচনা।


ধন্যবাদান্তেঃ

সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ

Post a Comment

Previous Post Next Post