০৬/০১/২০২৩ ইং তারিখ, রোজ-শুক্রবার জরুরী আলোচনা সভার তারিখ নির্ধারিত

 


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্,                                                   তারিখঃ ০৪/০১/২০২৩ ইং

এতদ্বারা স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৬/০১/২০২৩ ইং, রোজ-শুক্রবার বাদ জুমা সমিতির অস্থায়ী কার্যালয়- দারুল ইকরা মাদরাসা, পূর্ব রামপুরা, ঢাকা-এ এক জরুরী আলোচনা সভার আহবান করা হয়েছে। উক্ত আলোচনা সভায় আপনাকে যথাসময়ে সঞ্চয় জমা বই, ঋণ বই (যদি থাকে) সহ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।


আলোচ্য বিষয়সমুহঃ
১। প্রত্যেক সদস্যদেরকে অবশ্যই স্ব-শরীরে সঞ্চয় জমা বই, ঋণ বই (যদি থাকে) সহ মিটিং এ থাকতে হবে।
২। বর্তমান পরিস্থিতিতে সমিতির করণীয় বিষয়সমূহ।
৫। সমিতির নগদ ও ব্যাংক আমানতের হিসাব নিকাশ পর্যালোচনা।
৪। সমিতির বকেয়া ঋণের টাকা আদায়ে করণীয় বিষয়সমুহ।
৪। সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বক্তব্য।
৬। সকল সদস্যদের মতামত ও বক্তব্য।

বিঃ দ্রঃ যদি কোন সদস্যের তার আমানতের ব্যাপারে কোন বক্তব্য থাকে, তাহা উক্ত মিটিং এ কথা বলার জন্য উপস্থিত থাকতে হবে।


ধন্যবাদান্তেঃ


সভাপতি                                             সাধারণ সম্পাদক                                কোষাধ্যক্ষ


Post a Comment

Previous Post Next Post